হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনিতে স্বামীর বকুনিতে স্ত্রীর আত্নহত্যা, প্রেমিকের বিষপানে আত্নহত্যার চেষ্টা

সাতক্ষীরার আশাশুনিতে স্বামীর বকুনিতে স্ত্রীর আত্নহত্যা, প্রেমিকের বিষপানে আত্নহত্যার চেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 30 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকের সাথে ঈদের কেনাকাটা করতে যাওয়ায় স্বামীর বকাবকিতে গলায় ফাঁস দিয়ে মনিরা খাতুন (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। এ খবর শুনে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিক শাহ আলম (২২)। শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় বুধহাটা বাজারে ঈদের কেনাকাটা করতে যান মনিরা খাতুন ও তার প্রেমিক শাহ আলম।

জানা যায়, সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তর চাপড়া গ্রমের আল-আমিন সানার স্ত্রী দুই সন্তানের জননী মনিরা খাতুন একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের সঙ্গে দীর্ঘদিন পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। বিষয়টি আল-আমিনকে জানায় তার মা। কিন্তু আল-আমিন তাতে কর্ণপাত করতো না। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা খাতুন তার প্রেমিক শাহ আলমের সাথে বুধহাটা বাজারে ঈদের মার্কেট করতে যায়। রাতে বাড়িতে ফিরে আসার পর স্বামী ও শ্বাশুড়ি মার্কেটে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায় সকলের অজান্তে গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মনিরা খাতুন।

এদিকে, এ খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক শাহ আলম। বিষয়টি তার বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা এখনো সংকটাপন্ন।গৃহবধূ মনিরার স্বামী আল-আমিন জানান, আমার স্ত্রীর সাথে শাহ আলমের প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। গতকাল তারা দুইজন এক সাথে বুধহাটা থেকে ঈদের কাপড়-চোপড় কিনে বাড়ি ফেরে। এ সময় শাহ আলমের সাথে মনিরাকে মাকের্টে যাওয়ার বিষয়টি জিজ্ঞাসা করাকে কেন্দ্র করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন