নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সোমবার(১৫ ডিসেম্বর ২০২৫) সকালে এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আশাশুনি উপজেলা পরিষদ ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ১১ টি ইউনিয়নের সংরক্ষিত নারী ইউ পি সদস্য ও নারী উদ্যোক্তাদের নিয়ে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় জেন্ডার একশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো: সাইদুল ইসলাম , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। উক্ত জেন্ডার একশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালায় হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন মৌ পাল, সিনিয়র অফিসার জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট। উক্ত জেন্ডার একশন প্ল্যানটি ইউনিয়নের পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে যা আগামীতে ইউনিয়নের প্রতিটি কার্যক্রমে নারীরা অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং তাদের ভাগ্য উন্নয়নে সহায়ক হবে।
