হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনিতে কলেজ ছাত্রীকে অপহরন পূর্বক ধর্ষনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনিতে কলেজ ছাত্রীকে অপহরন পূর্বক ধর্ষনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 88 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে কলেজ ছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর মৌলভী আব্দুল লতিফ কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ইব্রাহিম হোসেন, একই শ্রেনীর ছাত্রী মেরিনা খাতুন, কলেজের প্রভাষক দীপ্র মন্ডল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহানারা বেগম, নির্যাতিতার বাবাসহ অন্যান্যরা।

কলেজ ছাত্র ইব্রাহিম হোসেন জানান, আমার এক সহপাঠী বান্ধবীকে আনুলিয়া গ্রামের দুই লম্পট মফিজুল ইসলাম সানা ও আবু বক্কার সিদ্দিক প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭ এপ্রিল কলেজে যাওয়ার পথে সু কৌশলে তাকে অপহরণ করে এবং রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত ধর্ষকরা গ্রেপ্তার হয়নি।

কলেজ ছাত্রী মেরিনা খাতুন জানান, আমাদের সহপাঠী বান্ধবীর সাথে যে ঘটনা ঘটেছে আমরা মানববন্ধন থেকে উক্ত দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির জোর দাবী জানাচ্ছি। যাতে আর যেন এমন ঘটনা কোন ছাত্রীর সাথে না ঘটে।

প্রভাষক দীপ্র মন্ডল জানান, আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে ধর্ষকরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেননি। তাহলে কি আমাদের ছেলেমেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেনা ? তিনি এসময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নির্যাতিতা কলেজ ছাত্রীরা বাবা জানান, কলেজে যাওয়ার পথে আনুলিয়া গ্রমের দুই লম্পট জোরপূর্বক আমার মেয়েকে মাইক্রোবাস যোগে উঠিয়ে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন চালায়। এঘটনায় আমি আদালতে উক্ত দুই ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করি। বর্তমান মামলাটি আশাশুনি থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। উক্ত আসামীরা মামলা দায়েরের পর থেকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছেন বলে তিনি আরো জানান।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহানারা বেগম বলেন, কলেজের এক ছাত্রীর সাথে যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক। আজকে এর প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে। কলেজের পক্ষ থেকে আমরা শিক্ষক-শিক্ষার্থীরা দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির জোর দাবী জানায়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন জানান, আদালতের নির্দেশনা হাতে পেলে অপরাধীদের দ্রæত আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন