নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৬ জানুয়ারি) বিকেলে শহরের উত্তর কাটিয়া কাস্টমস এলাকায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ ইন্টারন্যাশনাল সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়। এ সহায়তা হিসেবে সাতক্ষীরা সদরসহ তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
ট্রি অফ লাইফ সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজা’র তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, শাহানুজ্জামান লাল্টু প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের গদাই বিল, মধ্য কাটিয়া, মাঠপাড়া, মাছ খোলা, উত্তর কাটিয়া এলাকার অসহায় মানুষের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ট্রি অফ লাইফ সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের পাশে বিভিন্ন সময় সহযোগিতা করে আসছে।