হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক  দিনব্যাপী কর্মশালা 

সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক  দিনব্যাপী কর্মশালা 

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে হেলথ এডুকেশন ইউনিট সাতক্ষীরার আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় মূল প্রবন্ধ উপাস্থাপন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেলথ এডুকেশনের ডেপুটি সেক্রেটারি মো. শওকত হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান,

সেন্টার ফর জেন্ডার এন্ড ওমেনস হেলথ রিচার্স ডাইরেক্টর প্রফেসর ডা. ফারিহা হোসেন, এক্স সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট ডা. এজিএম ডা. মাসহুকুর রহমান, ফরেনসিক মেডিকেল এবং টক্সিকলোজি এক্স  বিভাগীয় প্রধান প্রফেসর এ এম সেলিম রেজা, ডা. জয়নুল ইসলাম,

সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার প্রমুখ। জিবিভি সারভাইভারদের জন্য আপডেট করা প্রোটোকলের উপর ধারনা, অডিও ভিজুয়াল কনটেন্ট সমৃদ্ধ ওয়েব-বেজড মডিউলের উপর আলোচনা করে তা ব্যবহারে উৎসাহিত করা ও এই পরিষেবা বিধান হিসাবে জিবিভি ওঠো প্রোটোকলের জন্য আইনী নির্দেশাবলী সম্পর্কে ধারণা প্রদান করাই ছিল কর্মশালার উদ্দেশ্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন