নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় বিভিন্ন অঞ্চলে খুব কম দেখা যায় হলুদ বর্ণের তৃপ্তি নামক এই তরমুজের চাষ। কলারোয়া উপজেলার দুই নম্বর জালালাবাদ ইউনিয়নে অবস্থিত বাটরা গ্রাম। বাটরা গ্রামের তিনজন চাষী উক্ত তরমুজের চাষাবাদ করেছে বলে জানা যায়।
সরজমিনে এই প্রতিনিধি উক্ত তরমুজ ক্ষেত পরিদর্শন কালে তরমুজ চাষী মোহাম্মদ শহিদুল ইসলাম দৈনিক সূর্যোদয় প্রতিদিনকে জানান যে, তৃপ্তি নামক হলুদ রঙের এই তরমুজটি চাষাবাদ করে অত্যন্ত লাভবান হয়েছি। দশ কাটা জমিতে এই হলুদ তরমুজ উৎপাদন করে খরচ বাদ দিয়ে এক লাখের উর্ধ্বে লাভ করেছি। তরমুজটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি হাওয়ায় বাজারে এর চাহিদা বেড়েছে। আর ব্যাপারীদের কাছে এর দাম পাওয়া যায় সন্তুষ্ট জনক। তরমুজের মৌসুম হচ্ছে বর্ষাকাল। আমি আগামীতে আরো দুই বিঘা জমি চাষ করবো। আমার তরমুজের এই চাষ দেখে অন্য চাষিরাও খুব আগ্রহী হয়েছে।
তিনি আরো জানান,জেলা ও উপজেলার কৃষি অধিদপ্তর যদি আমাদের সহযোগিতা করে পাশে থাকে, তাহলে অনেক চাষীরা হলুদ বর্ণের এই তরমুজের চাষাবাদ করবে বলে জানিয়েছেন।