নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় টিসিভি (TCV) ক্যাম্পেইন-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মো. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশনারা জামান, মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মুহা: আবুল খায়ের, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, ডা. রাশেদ উদ্দিন মৃধা, ডা. জয়ন্ত সরকার, ডা. ইসমত জাহান, সদর উপজেলা প.প.প কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল, ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট শেখ মহিবুর রহমান প্রমুখ। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরে কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।