হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ

সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ

কর্তৃক Editor
০ মন্তব্য 397 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ বলেছেন, আমি সব সময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম শাহেদ আরো বলেন, দলীয়ভাবে যিনি মনোনয়ন পাবেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার সাথেই থাকবো, ইনশাআল্লাহ। আমি যদি এবার না পাই, পরের বার পাবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমি আপনাদের পাশে থাকবো। সাতক্ষীরার মানুষ উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার প্রসার চায়। আমি সেই লক্ষ্যেই কাজ করছি এবং আগামীতেও করবো।
এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের ইতিবাচক সহযোগিতা থাকলে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়া আরও সহজ হবে।
মতবিনিময় সভায় সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক এম বেলাল হোসাইনসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- শফিকুল ইসলাম শাহেদ সাবেক রাস্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সহকারী একান্ত সচিব, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব ছিলেন এবং সাবেক ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে দুদু-রিপন পরিষদে সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করেন। বর্তমানে তিনি পল্লী কর্র্মী সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ) সাধারন পরিষদের বোর্ড মেম্বর।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন