নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া আরও একজন পরীক্ষার্থীকে পরীক্ষার মধ্যেই বহিষ্কার করা হয়েছে।
জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার জানান, এ. করিম বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে মইনুল হাসান ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অপরাধে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড পেয়েছেন। অনাদায়ে তাকে আরও ৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে মোছা. জাহিদা খাতুনকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ কেন্দ্র থেকে বাকীবিল্লাহ নামের এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
ওসি মো. মাসুদুর রহমান জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত দুই পরীক্ষার্থীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
