হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

দেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরায় হাড় কাপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় আজ সকাল ৬ টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলাটিতে। তাপমাত্রা আরো কম বেশী হতে পারে বলে জানিয়েছেন জেলা অবহাওয়া অফিস।
এদিকে, হাড় কাঁপানো শীত ও হিমেল হাওয়ায় জনজীবনে জবুথবু অবস্থা বিরাজ করছে। প্রচন্ড শীতে বেকায়দায় পড়েছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কনকনে শীত উপেক্ষা করে জীবন বাঁচানোর তাগিদে তারা আয়-রোজগারে বের হচ্ছেন। কেউমাঠে কৃষি কাজ করছেন, কেউ আবার ভ্যান রিক্সা চালাচ্ছেন। জেলায় ছিন্নমুল মানুষের অবস্থা খুবই অসহনীয়। গরম কাপড়ের অভাবে প্রচন্ড শীত ভোগ করছেন তারা। লতা পাতা দিয়ে আগুন জ্বালিয়ে অনেকেই শীত নিবারনের চেষ্টা করছেন। যদিও মাঝে মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরণ করা হচ্ছে। আর এই হাড় কাপানো শীতে শিশু ও বয়স্কদের মাঝে শীতজনিত রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বুধ সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমান ছিল ৯৮ শতাংশ। গতকাল সোমবার তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।
সাতক্ষীরা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সামছুর রহমান তীব্র শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহবান জানিয়ে বলেন, তাদের শরীরে গরম কাপড় পরিয়ে রাখতে হবে এবং ভোরে তাদের বাহিরে বের করা যাবেনা। বিশুদ্ধ পানি পান করাতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।##

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন