মাহফিজুল ইসলাম আককাজ :
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দুর্নীতির কোন শব্দ থাকবে না। দুর্নীতি হলো সমাজের ক্যান্সার। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্নীতি। আর্থিক দুর্নীতিই শুধু দুর্নীতি নয়। অর্পিত দায়িত্ব পালন না করলেও তাকে দুর্নীতি বলে। দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিরোধ করতে পারলেই সকল ক্ষেত্রে সফলতা আসবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য মো. আব্দুর রব ওয়ার্ছি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি ও সাহিত্যিক প্রভাষক আব্দুল ওহাব আজাদ প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ, আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোহা: আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, বিএডিসি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। মডারেটর এর দায়িত্ব পালন করেন সাকিবুর রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, রেবেকা সুলতানা, এড. মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, কাজী শাহাবুদ্দীন, এনামুল কবির খান প্রমুখ।
সপ্তাহ ব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার ৭টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ফাইনালে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে অংশ নেয় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিপক্ষ দলে অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। বিতর্কের বিষয় ছিল: স্বাধীন বিচার বিভাগই দুর্নীতি দমন নিশ্চিত করতে পারে। বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।