হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে “মিট দ্যা স্টুডেন্টস” অনুষ্ঠিত

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে “মিট দ্যা স্টুডেন্টস” অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

স্টাফ রিপোর্টার:
শিক্ষার্থীদের মাঝে সচেতনতা, নেতৃত্বের গুণাবলি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান “মিট দ্যা স্টুডেন্টস”। বৃহস্পতিবার বিকাল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা প্রয়াসনের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,
সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যাক্ষ প্রফেসর আবুল হাসেম,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যাক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস,জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের,সদর উপজেলা ভূমি কর্মকর্তা অতিস সরকার সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্য বলেন,“বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে দেশপ্রেম ও সততার মিশেলে গড়া। কেবল ভালো রেজাল্ট করলেই চলবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা করতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে বইয়ের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তি জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারলেই দেশ এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক ও প্রশাসক। তোমরা যে কাজই করো, মন থেকে করো। ব্যর্থতাকে ভয় পেলে চলবে না, চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবেই। দেশের প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি সহমর্মিতা থাকলে জীবনে সত্যিকারের সাফল্য অর্জন করা সম্ভব।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন