হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় র্যাবের অভিযানে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :

র্যাবের অভিযানে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে কালীগঞ্জ উপজেলার নলতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলম (৩৩) কালীগঞ্জ উপজেলার ব্রজপাটুলী গ্রামের আনছার আলী গাজীর ছেলে।

র্যাব জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। ২০১৩ সালের আগস্ট মাসে তাকে ১০২২ বোতল ফেন্সিডিলসহ নড়াইল জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এঘটনায় তার নামে নড়াইল জেলা সদর থানায় মাদক মামলা হয়। কিছু দিন পর আদালত হতে মামলায় জামিন পেয়ে সে আবারো মাদক ব্যবসা চালু করে।

এ মামলায় নড়াইলের আদালত আসামী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন সাজাসহ অর্থদন্ড প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তীদেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়।

একপর্যায়ে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত করে জেলার কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ভোর রাতে গ্রেপ্তার করতে সক্ষম হন।র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মেজর গালিব জানান, গ্রেপ্তারকৃত আসামীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন