নিজস্ব প্রতিনিধি:
স্বদেশ সাতক্ষীরায়, আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগীতায় বাস্তবায়িত ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্টির সক্ষমতা বৃদ্ধি করা’’ প্রকল্পটি দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল এফেয়ার্স কানাডা –এর অর্থায়নে মানবাধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠিকে ক্ষমতায়িত করার লক্ষ্যে সুনিদিষ্ট কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর ২০২৫ সোমবার জেলা আইনজীবি ভবণের চতুর্থ তালায় সিনিয়র আইনজীবি এ্যাড: আছাদুজ্জামান দিলু এর সভাপতিত্বে মানবাধিকার ্আইনজীবি ফোরাম সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সমকালিন মানবাধিকার লঙ্গনজনিত ঘটনার বিষয় গুলি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করাহয়, বিশেষত, কলারোয়া আপন মা কর্তৃক নিজের শিশুকে হত্যা, স্বদেশ আসক পরিচালিত প্যরালিগ্যাল কর্যক্রমের আওতায় লিগ্যাল এইড ক্যাম্প পরিচালনা ও আইনি পরামর্শ প্রদান। জেন্ডার সমতা ও নারীর অধিকার নিশ্চিন্তের লক্ষ্যে যৌন হয়রানি ( শারীরিক , মৌখিক, মনস্তাতিক এবং সাইবার) এবং জেন্ডার-বিত্তিক সহিংসতা প্রতিরোধে ফেরাম সদস্যদের ভুমিকা। আদালতে মামলা পরিচালনায় নারী ভিকটিমদের জন্য বিশেষ সহযোগীতাপুর্ন আচরন ও মামলার দ্রুত নিস্পত্তির উদ্যোগ গ্রহন।
পিছিয়ে পড়া জনগোষ্ঠির আইন ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে প্রচার ও প্রচারনা বৃদ্ধি, সীমান্ত স্কুলে মানব পাচার ও শিশু বিবাহ বিষয়ে সচেতনতা মুলক কর্মসুচি গ্রহন ও আলোচনা করা। নির্যাতনের শিকার নারী, শিশুকে আইনী সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদানে সহায়তা করতে ফোরাম সদস্যদের উদ্যোগ সৃষ্টি। আইনী পরামর্শ গ্রহনের জন্য স্বদেশ হটলাইন নম্বর ০১৩৩৯৬২৬৮৮৪ এর প্রচার ও ব্যবহগার করার জন্য সকলকে আহবান জানানো হয়। উক্ত সভায় সহায়কের ভ’মিকা পালন করেন মো: আজাহারুল ইসলাম ও নাগরিকা প্রকল্পের প্যারালিগ্যাল শরিফুল ইসলাম।
