হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার (১০ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উক্ত টুর্নামেনেটর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস , সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান প্রমুখ।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ লাইকুজ্জামান, হিসাবরক্ষক মোঃ হাবিবুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ। মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সাতক্ষীরার উপজেলা ভিত্তিক ৮ টি দল অংশগ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন