হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় মাদক নির্মূল করার জন্য নড়েচড়ে বসেছে ডিবি পুলিশ, আবারো ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা সহ আটক-০১

নিজস্ব প্রতিনিধি:

নড়েচড়ে বসেছে সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ।সামনে জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচন কে সামনে রেখে যেমন আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে ডিবি পুলিশ, ঠিক তেমনি মাদক বিরোধী অভিযানে একের পর এক বড় বড় মাদকের চালান আটক করছে সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ। প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায়,সাতক্ষীরা ডিবি পুলিশের মাদক উদ্ধারের সফলতা। আবার সামনে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে তৎপরতা বেড়েছে ডিবি পুলিশের।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে এসআই মোস্তাক আহমেদ, এএসআই রাকিব ও সঙ্গীয় ফোর্স ভোমরা বাজারস্থ রাধুনী হাউজ এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা সহ আসিফ হোসেন(১৭) কে আটক করেছে ডিবি পুলিশের ঐ টিম।আটককৃত আসামী ভোমরা লক্ষীদাড়ি গ্রামের সামসুর রহমানের পুত্র।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান,আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু করেছে। ওসি ডিবি আরো জানান,আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন