হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভলিবল ম্যাচে পৌরসভার জয়লাভ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী ভলিবল ম্যাচ জয়লাভ করে পৌরসভা। খেলার শুরুতেই দুই দল সমানভাবে পয়েন্ট অর্জন করে। পৌরসভার আক্রমণভাগের খেলোয়াড় মনিরুল এর একক নৈপুণ্যে প্রথম গেম জয়লাভ করে।

আলিপুর ইউনিয়ন পরিষদ ভলিবল টিম শত চেষ্টা করেও তাদের আক্রমণভাগের কাছে সুবিধা করতে পারেননি। আলিপুর ভলিবল দলের রক্ষণভাগের খেলোয়াড় শান্ত দর্শকদের নজর কাড়া খেলা উপহার দেন। শেষ পর্যায়ে ৩/0 গেমে জয়লাভ করেন সাতক্ষীরা পৌরসভা। পরে দুই দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সাতক্ষীরা।

আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে শেখ মোহাম্মদ হাশেম আলী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, মোজাম্মেল হক জেলা তথ্য অফিসার, মাহমুদ হাসান মুক্তি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা আব্দুর রউফ চেয়ারমান আলিপুর ইউনিয়ন পরিষদ প্রমূখ।

খেলাটি সরাসরি সম্প্রচার করেন অনন্ত টিভি ক্রিড়া ধারাভাষ্যকার ফোরাম ক্যামেরায় ছিলেন অছিকুর রহমান। ম্যাচ পরিচালক হিসেবে ছিলেন মোস্তাফিজুর রহমান সোহরাব হোসেন

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন