নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে “দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় জেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আঞ্জুমানারা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী শামীমা সুলতানা, সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, লিগ্যাল এইড (ভারপ্রাপ্ত) সম্পাদক নাছিমা নাসরিন এবং পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র।
স্বাগত বক্তব্যে বক্তারা বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন মানবাধিকারের একটি মৌলিক পূর্বশর্ত। রাষ্ট্র ও সমাজের সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত না হলে ন্যায়বিচার, সুশাসন এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বক্তারা আরও বলেন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক বৈষম্য দূর করতে হবে। একইসাথে সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সমঅংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, বৈষম্য দূরীকরণ ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি কর্মকাণ্ডে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আন্দোলন আরও বেগবান করা হবে।
প্রশিক্ষণে জেলা ও পাড়া কমিটির সদস্যসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন।