নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে ভেজাল সার তৈরি ও নিম্নমানের দস্তা, বোরন, টিএসপি সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় জব্দ করা বিপুল পরিমান ভেজাল সার ও কীট নাশক। রবিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজার নেতৃত্বে সুলতানপুর বড়বাজারের সার, বালাইনাশক ও বীজের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগ বেড়েছে। এর ফলে কৃষকরা ফসলের ক্ষতির মুখে পড়ছেন এবং উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। সুলতানপুর বড়বাজারে পরিচালিত এই অভিযান কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বড়বাজারের দুটি ভেজাল সার তৈরীর কারখানায় অভিযান চালানো হয়। এসময় মেসার্স রবি এন্টার প্রাইজ ও মেসার্স ইসলাম এন্টার প্রাইজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ করা হয়। এসময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ (৩) ধারা ও ৮ (২) ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স রবি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড এবং মেসার্স ইসলাম এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আশরাফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে তারা জরিমানার অর্থ প্রদান করে কারাদ্বন্ড থেকে রেহাই পান।
তিনি আরো জানান, জব্দকৃত ভেজাল সার ও কীটনাশক গুলো কৃষি অফিসারের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে বিনষ্ট করা হবে। ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক সার ক্রয়ের ক্ষেত্রে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান তিনি। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন এবং সদর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
