নিজস্ব প্রতিনিধি:
“নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, গর্বিত জয়ীতা জননী রতœাগর্ভা মা লুৎফুনন্নেছা বেগম, সংগ্রামী নারী মেরিনা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, নারী নেতৃবৃন্দ, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বেগম রোকেয়া আমাদের নারী জাগরণের প্রতীক। তার আদর্শ অনুসরণ করে নারীদের শিক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, ডিজিটাল যুগে নারীদের সাইবার নিরাপত্তা অত্যান্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি।
আলোচনা সভা শেষে সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৫ নারীকে আদম্য নারী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্টপাওয়া নারীরা হলেন, অর্থনৈতিকভাকে সাফল্য অর্জনকারী সাতক্ষীরা সদর উপজেলার রায়হাতুল জান্নাত রিমি, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জিনকারী সদর উপজেলার গুলশানারা বেগম, সফল জননী হিসেবে সদরের লুৎফুনন্নেছা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুনভাবে জীবন শুরু করা শ্যামনগর উপজেলা মেরিনা খাতুন ও সমাজ উন্নয়নে সদরের মোহিনী পারভীন।
