হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া অনুষ্ঠান 

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া অনুষ্ঠান 

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) বিকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গী বালুর মাঠে পৌর ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদুল হক মুন্নার সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু, সাতক্ষীরা পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. জিয়াউর রহমান মিশন, যুবনেতা কাজী মিরাজ, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনু সরদার, হারুন মল্লিক, আব্দুল হামিদ প্রমুখ। আলোচনা সভার শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাইফুল্লাহ।

এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মান্না মেহেদী বাপ্পী।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন