হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় পুলিশের মহান বিজয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন

সাতক্ষীরায় পুলিশের মহান বিজয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ
স্টাফ রিপোর্টার:
আজ ১৬ ডিসেম্বর। ৫৪তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এই দিনে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। বিজয় দিবস আমাদের জন্য শুধুমাত্র একটি উদযাপন নয়, এটি আমাদের গৌরবময় ইতিহাস, স্বাধীনতার ত্যাগ, জাতীয় চেতনার স্মারক এবং বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি।
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক, সাতক্ষীরা, মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন