নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় পুত্রের মারপিটের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে অসহায় এক পিতা। মঙ্গলবার বিকালে শহরের মিনি মার্কেটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদর উপজেলার ভোমরা এলাকার মৃত শরফরাজ মোল্লার পুত্র শফিউল ইসলাম মোল্লা।
লিখিত অভিযোগে তিনি বলেন, আমি ৪টি কন্যা ও ১টি পুত্র সন্তানের জনক। ৪টি কন্যাকে ইতোমধ্যে বিয়ে দিয়েছি। গত ১৭ বছর পূর্বে ১০ শতক জমি বিক্রয় করে একমাত্র পুত্র হাসান (৪০) কে বিদেশে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম ছেলে ফিরে আসলে পরিবারে স্বচ্ছলতা ফিরবে, সুখে শান্তিতে থাকতে পারবো। কিন্তু বাস্তবে তার ভিন্ন চিত্র। দীর্ঘদিন বিদেশে থেকে অনেক অর্থ সম্পদ উপার্জন করলেও হাসান সবই করেছে তার স্ত্রীর নামে। বিদেশে থাকা অবস্থায় সে কখনো আমাদের খোঁজ খবর নেয়নি। এমনকি দেশে ফিরে এসেও আমাদের ভরন-পোষন দেওয়া তো দূরের কথা, উল্টো তার স্ত্রী সেলিনা খাতুন রিমার কুপরামর্শে আমাদের উপর অত্যাচার করতে থাকে। সম্প্রতি তার স্ত্রীর পরামর্শে আমার নামীয় সম্পত্তি জোরপূর্বক লিখে নেওয়ার পায়তারা চালাচ্ছে পর সম্পদ লোভী হাসান। অথচ আমার আরো ৪টি কন্যা সন্তান রয়েছে। তাদের বঞ্চিত করে কিভাবে আমি এই কাজ করি ? তাছাড়া আমার পুত্র হাসান এখনই আমার খেতে পরতে দেয় না, আর সম্পত্তিটুকু হাতিয়ে নিতে পারলে তখন আমাদের রাস্তায় থাকতে হবে। সম্পত্তি লিখে না দেওয়ায় প্রতিদিন আমার পুত্র হাসান আমাকে মারপিট করে। সে সন্তান নামের কলঙ্ক।
বিদেশ থেকে ফিরে এসে আমার সম্পত্তির উপরেই সে বিশাল ভবন নির্মান করেছে। সেখানে ৮/৯টা ঘর থাকলে সেখানে আমার এবং আমার অসুস্থ্য স্ত্রীর জায়গা হয় না। আমাদের এখন জায়গা হয়েছে গোয়াল ঘরে। শুধু আমাকেই না আমার স্ত্রীকেও প্রতিনিয়ত মারপিট করে। তার মারপিটে আমার বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি। এমন সন্তান জন্ম দিয়েছি, এখন তার হাতেই মার খেয়ে হয়তো মরতে হবে। ইতোমধ্যে আমি সদর থানায় একটি অভিযোগও দায়ের করেছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার পুত্র নামের কলঙ্ক হাসানের মারপিটের হাত থেকে রক্ষা পেতে এবং নিজের সম্পত্তি রক্ষা করতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।