নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার বিকালে দিবসটি উপলক্ষে শহরের সঙ্গীতা মোড়স্থ পরিবহন কাউন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শেখ তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোরশেদ মিলন, খালিদ হাসান সুমন, রাজিবুল ইসলাম রাজীব, সাদ্দাম হোসেন, সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহসান খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হাসান খান হাবলু, সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সারোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আফিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাসুম বিল্লাহ, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম হিমু প্রমুখ। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে অংশ নেন। উৎসবমুখর এ আয়োজনকে ঘিরে জেলা শহর ছিল ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত।
এর আগে মঙ্গলবার সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন এবং প্রাণশায়ের খালের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।