নিজস্ব প্রতিনিধি :
চোখের আধুনিক চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে সাতক্ষীরায় ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে নতুন চক্ষু ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে চোখের অত্যাধুনিক যাবতীয় চিকিৎসা সেবা ও অপারেশনের লক্ষ্যে নতুন চক্ষু ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের ষাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে নতুন চক্ষু ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তণ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান। উদ্বোধনকালে তিনি বলেন, “জীবনকে সুন্দর রাখে স্বাস্থ্যসেবা। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার চোখ, যা দিয়ে মানুষ এই সুন্দর পৃথিবী ও প্রকৃতি এবং আপনজনকে দেখতে পারে, নিজের জীবনে শিক্ষা দীক্ষায় উন্নত করে সুন্দর করে গড়ে তুলতে পারে। সেবার মনমানুষিকতা নিয়ে অন্ধত্ব দূর করতে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি।”
এসময় উপস্থিত ছিলেন ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালের নতুন চক্ষু ইউনিট হাসপাতালের পরিচালক ও ডা. আবতাবুজ্জামান সাহেবের জ্যোষ্ঠ পুত্র ঢাকা বারডেম হাসপাতালের সিনিয়র আই কনসালটেন্ট ডা. খুরশীদ জামানসহ ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে একজন চক্ষু রোগীর চোখের সফল অপারেশন সম্পন্ন করা হয়। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রোগী দেখবেন এবং চিকিৎসা সেবার পাশা পাশি চোখের অপারেশন ও করবেন তিনি।
এখানে চোখের চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে ফান্ডাস ক্যামেরা, রেটিনাল লেজার মেশিন, অফথ্যালমিক সার্জিক্যাল মাইক্রোস্কোপ, ফ্যাকো মেশিন, অ্যাপ্লানেশন টোনোমিটারসহ স্লিট ল্যাম্পসহ বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের চোখের জন্য যন্ত্রপাতির মাধ্যমে চোখের আধুনিক ও উন্নতমানের চিকৎিসা সেবা দেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের ষাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে নতুন চক্ষু ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তণ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান। উদ্বোধনকালে তিনি বলেন, “জীবনকে সুন্দর রাখে স্বাস্থ্যসেবা। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার চোখ, যা দিয়ে মানুষ এই সুন্দর পৃথিবী ও প্রকৃতি এবং আপনজনকে দেখতে পারে, নিজের জীবনে শিক্ষা দীক্ষায় উন্নত করে সুন্দর করে গড়ে তুলতে পারে। সেবার মনমানুষিকতা নিয়ে অন্ধত্ব দূর করতে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি।”
এসময় উপস্থিত ছিলেন ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালের নতুন চক্ষু ইউনিট হাসপাতালের পরিচালক ও ডা. আবতাবুজ্জামান সাহেবের জ্যোষ্ঠ পুত্র ঢাকা বারডেম হাসপাতালের সিনিয়র আই কনসালটেন্ট ডা. খুরশীদ জামানসহ ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে একজন চক্ষু রোগীর চোখের সফল অপারেশন সম্পন্ন করা হয়। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রোগী দেখবেন এবং চিকিৎসা সেবার পাশা পাশি চোখের অপারেশন ও করবেন তিনি।
এখানে চোখের চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে ফান্ডাস ক্যামেরা, রেটিনাল লেজার মেশিন, অফথ্যালমিক সার্জিক্যাল মাইক্রোস্কোপ, ফ্যাকো মেশিন, অ্যাপ্লানেশন টোনোমিটারসহ স্লিট ল্যাম্পসহ বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের চোখের জন্য যন্ত্রপাতির মাধ্যমে চোখের আধুনিক ও উন্নতমানের চিকৎিসা সেবা দেওয়া হবে।