নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালে ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের পরামর্শ সেবা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তণ মন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান। ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে বিনামূল্যে দেড় শতাধিক চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের পরামর্শ সেবা প্রদান করা হয়। এসময় ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে বিনামূলে চক্ষু রোগী দেখেন এবং পরামর্শ সেবা প্রদান করেন ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ আফতাবুজ্জামান সাহেবের জ্যোষ্ঠ পুত্র ও ঢাকা বারডেম হাসপাতালের আই কনসালটেন্ট ডাঃ খুরশীদ জামান। এছাড়াও বিনামূল্যে ডায়াবেটিস রোগী দেখেন এবং পরামর্শ সেবা প্রদান করেন ঢাকা বারডেম হাসপাতালের (মেডিসিন ও নিউরো মেডিসিন) ডাঃ এহসান মাহমুদ। এসময় ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতেও ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের পক্ষ থেকে সাতক্ষীরায় গরীব ও অসহায় রোগীদের জন্য ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।