নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রগুলোতে উপস্থিত হয়। পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেলেও সার্বিক পরিবেশ ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন তামীম,সদর উপজেলা শিক্ষা অফিসার আবুল হাসান,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান টুকু সহ আরো অনেকে।
জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির জানান, সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। জেলায় ৭টি কেন্দ্রে ৩শ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৩৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তিনি আরো বলেন,নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রশাসনের তদারকি নিশ্চিত করা হয়েছে।
পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ছিল চোখে পড়ার মতো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিভাবক মোছাঃ রেহেনা খাতুন আশা প্রকাশ করে বলেন,এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে।
