নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার উপকূলীয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকি মোকাবিলা ও টেকসই জীবিকা নিশ্চিতকরণে এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আনন্দ’এর উদ্যোগে ৬০ জন উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে শহরের চালতেতলা চার্চের মাঠে জার্মান দাতা সংস্থা বিএমজেড ও ডব্লিউএইচএইচ -এর আর্থিক ও কারিগরি সহায়তায় আনন্দ সংস্থা কর্তৃক বাস্তবায়ত কমিউনিটি–লিড ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবল লাইভলিহুড প্রোগ্রাম আওতায় সদরের ফিংড়ি ইউনিয়ন ও পৌরসভার ৫.৭.৯ নং ওর্য়াডের উপকারভোগীদের এই ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনন্দ-এর নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান মিয়া। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান,আনন্দ-এর উপপরিচালক শিপন কুমার দেবনাথ সহ আরো অনেকে।
