হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

সাতক্ষীরায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় অনলাইন জুয়ায় জড়িত থাকার অপরাধে মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম (৩০) নামে দুজনকে আটক করেছে পুলিশ । শুক্রবার(১০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শহরের বাইপাস সড়কের খড়িবিলা নামক এলাকা থেকে তাদের আটক করা হয় । আটককৃত মুরশিদ আলম মেহেরপুর জেলার মুবিনগর থানার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে ও মুছাঈদ আলম একই জেলার সদর থানার বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে । শনিবার(১১ অক্টোবর ) দুপুর ২ টার দিকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

তিনি জানান, গোপান সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার একটি টিম শহরের বাইপাস শহরের খড়িবিলা এলাকায় অভিযান চালায় । ওই সময় অটোর ভিতর থাকা মুরশিদ আলম ও মুছাঈদ আলম নামে দুজনকে আটক করা হয় । এরপর তাদের কাছ থেকে ১৬ টি মোবাইল ফোন ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয় । পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ,যে দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ার সাথে জড়িত আছে তারা । বর্তমানে তারা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে খেলায় উদ্বুদ্ধ করা সহ অনলাইন জুয়ার প্লাটফর্ম পরিচালনা করে আসছে ।

তিনি আরো জানান, আটক আসামীদের মধ্যে মুরশিদ আলমের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের রাজধানীর পল্টন থানায় মামলা রয়েছে । এঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন