হোম জাতীয় সাজেদার আসনে ছেলে লাবু নির্বাচিত

জাতীয় ডেস্ক :

আওয়ামী লীগের সদ্যপ্রয়াত বর্ষীয়ান নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে তার ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনের রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, নৌকা প্রতীক নিয়ে শাহদাব আকবর লাবু চৌধুরী পেয়েছেন ৬৮ হাজার ৮১৪ ভোট। আর খেলাফত আন্দোলনের প্রার্থী বটগাছ প্রতীকের বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরে ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন