জাতীয় ডেস্ক :
রাঙামাটিতে পর্যটকবাহী জিপগাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে তানজিলুর রহমান নিলয় (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলার ৮নং মধ্যপাড়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মধ্যপাড়া এলাকায় বিপজ্জনক মোড় জিপ নামছিল আর মোটরসাইকেল উঠছিল। এমন সময় জিপগাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহী নিলয় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
রাঙ্গামাটির সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম ঘটনা নিশ্চিত করে বলেন, এখনও কোনো অভিযোগ পাওয়া যায় নি। তবে জিপগাড়ি থানায় হেফাজতে রাখা আছে। তবে চালক পালিয়ে গেছে।
ওসি বলেন, নিলয়ের বাড়ি বরিশাল হলেও তিনি চট্টগ্রাম নগরীর মাস্টার লাইন আকবর শাহ রোডে থাকতেন বলে জানা গেছে।