আবহাওয়া ডেস্ক:
ভ্যাপসা গরমের কারণে অস্বস্তিকর এক পরিবেশ বিরাজ করছে। এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন জায়গায় হওয়া বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। বিকেল ৫টার দিকে রাজধানীতে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। তবে বৃষ্টির পরিমাণ কোথাও কম আবার কোথাও বেশি। লম্বা সময় ধরে না হলেও কিছু কিছু জায়গায় বেশ ভালো পরিমাণে বৃষ্টি হওয়ার তথ্য পাওয়া গেছে।
এদিকে বৃষ্টি ও বাতাসে অস্বস্তিকর গরম অনুভূতি কিছুটা হলেও দূর হয়েছে। তবে অফিসফেরত মানুষ পড়েন বিড়ম্বনায়।
অনেক যাত্রীকে বৃষ্টিতে ভিজে বাসে ও গণপরিবহনে উঠতে দেখা যায়। আবার অনেকে ফ্লাইওভারসহ বিভিন্ন ভবনের পাশে ঠাঁই নিয়ে বৃষ্টিভেজা হওয়া থেকে বাঁচার চেষ্টা করেন।
এদিকে আবহাওয়া দফতর বলছে সাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি শুক্রবার (২৪ মে) নিম্নচাপে পরিণত হবে। বর্তমানে এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলেও জানানো হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, লঘুচাপটি শুক্রবার নিম্নচাপে পরিণত হতে পারে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। তাই গভীর সাগরে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, নিম্নচাপের গতিপথ যেদিকেই হোক না কেন, বাংলাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।