হোম খুলনাবাগেরহাট সাগরে ইলিশ ধরা বন্ধে মোংলা উপকুলের কোষ্টগার্ডের অভিযান

বাগেরহাট প্রতিনিধি:

ইলিশ মাছের প্রজনন বৃদ্ধির জন্য আজ (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে ২২ দিনের মৎস্য আহরনের নিষেধাঞ্জা। এ নিষেধাঞ্জার ফলে আগামী ২ নভেম্বর পর্যন্ত সাগরে মৎস্য বন্ধ থাকবে। এ প্রজনন কালিন সময়ে সাগরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে মোংলা উপকুলের নদী-সাগরে অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) সকাল ১১ টায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর থেকে এ অভিযান শুরু হয়। এ অভিযানের নেতৃত্বদেন কোস্টগার্ড পডিশ্চমজোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমার্ন্ডার তারেক আহম্মেদ। এসময় তিনি জানান,সরকারী নির্দেশনা অনুয়ায়ী সাগরে মাছ ধরা বন্ধ রাখতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোনের আওতাধীন একটি স্টেশন ও ১২টি আউটপোস্ট থেকে একযোগে অভিযান পরিচালনা করা হবে। এ কর্মকর্তা আরো জানান, পশ্চিমজোনের স্টেশন ও আউটপোস্ট থেকে সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য উপকুলের স্থল ও জলভাগে প্রচার প্রচারনার পাশাপশি নিয়মিত সাগরে টহল অভিযান পরিচালনা করা হবে।

এদিকে সাগরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে মৎস্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামুলক প্রচার প্রচারনা চালানো হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন