রাজনীতি ডেস্ক:
শেখ মুজিবকে না পেলেও শেখ হাসিনার শাসন দেখতে পারা নতুন প্রজন্মের জন্য সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
রোববার (২৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘মানবতায় অগ্রদূত ছাত্রলীগ’ শীর্ষক শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমার পরিচয় আমি ছাত্রলীগের বিগত দিনের কর্মী। এর চেয়ে বড় কোন পরিচয় আমার নেই। শেখ হাসিনার নেতৃত্ব আমরা পেয়েছি এটি আমাদের জন্য গর্বের। মন্ত্রী হওয়ার চিন্তাও কখনো করিনি, সাগরপাড় থেকে এনে আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছেন শেখ হাসিনা।
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছে তা দেশের মানুষ স্বাগত জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার ফের ক্ষমতায়। শেখ হাসিনা এমন এক নেত্রী তিনি কাকে কোথায় দিতে হবে ভালো করেই জানেন।