হোম অন্যান্যসারাদেশ নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যূ

নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যূ

কর্তৃক
০ মন্তব্য 103 ভিউজ

নড়াইল অফিস :

নড়াইল পৌরসভাধীন আলাদাতপুর চরের ঘাটে চিত্রা নদীতে গোসল করতে যেয়ে সরকারী ভিক্টোরিয়া কলেজের ছাত্র আবির সিদ্দীকির (২২) মৃত্যূ হয়েছে। সোমবার (১০আগষ্ট) দুপুরে বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে নেমে মৃত্যূ হয় আবির সিদ্দীকির । আবির আলাদাতপুর গ্রামের আব্দুল হাই সিদ্দীকির ছেলে ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী মন্ডলের ছোট ভাইয়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আবির পাড়া প্রতিবেশী শিশু তাহসিনকে নিয়ে চরেরঘাটে চিত্রা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে শিশু তাহসিনকে নিয়ে আবির সাতরিয়ে নদী অপর পাড়ে যায়। সেখান থেকে শিশু তাহসিনকে একটি নৌকায় পাঠিয়ে দিয়ে নিজে সাতরিয়ে বাধাঘাটে যাওয়ার জন্য আবার নদীতে সাতার কাটতে থাকে। এ সময় সাতার জানলেও স্রোতের তোড়ে নিখেঁাজ হয় আবির। দুপুর পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। বিকালে নড়াইল ফায়ার সার্ভিসের সহযোগিতায় খুলনা থেকে ডুবুরি দল এসে দীর্ঘ দুই ঘন্টা তল্লাশীর পর আবিরের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন