হোম খেলাধুলা সাকিব যে কারণে খেলেননি

খেলাধূলা ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না সাকিব আল হাসান। যদিও ম্যাচ শুরুর আগের দিনই নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন তিনি। তবে কেন খেলেননি টাইগার অলরাউন্ডার?

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ ভ্রমণ করে নিউজিল্যান্ডে পৌঁছা সাকিবকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। কারণ, ভ্রমণের এত ঝামেলা শেষে সাকিব ম্যাচ ‘ইম্প্যাক্ট’ কতটা পারবেন, তা নিয়ে সন্দিহান ছিলেন নীতিনির্ধারকরা।

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল সপ্তাহখানেক আগে নিউজিল্যান্ডে পাড়ি জমালেও সেখানে ছিলেন না সাকিব। ক্যারিবিয়ান লিগ শেষে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট ও ভিসা জটিলতায় পৌঁছাতে দেরি হয় তার।

সাকিবের অনুপস্থিতির ম্যাচে ২১ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪৬ রান করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে শেষ দিকে ২০০ স্ট্রাইক রেটে ৪২ রান করেও ম্যাচ জেতাতে পারেননি ইয়াসির আলি রাব্বি।

টাইগারদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন লিটন দাস, আফিফ হোসেন করেন ২৫ রান। বাকিদের মধ্যে কেউই বিশের ঘরও পার হতে পারেননি। পাকিস্তানের হয়ে ৭৮ রান করে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন