হোম খেলাধুলা সাকিব-মুশফিকের বিদায়ে বিপদে বাংলাদেশ

খেলাধূলা ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি টেস্ট অধিনায়ক সাকব আল হাসান। প্রথম ওয়ানডে দিয়েই অবশ্য মাঠে ফিরেছেন সাকিব। আফগানদের বিপক্ষে খেলতে নামা সাকিবকে অবশ্য সেই বিধ্বংসী রূপে দেখা যাচ্ছিল না। অবশেষে কভারে ক্যাচ দিয়ে শেষ হলো সাকিবের সংগ্রাম। সাকিবের পর মুশফিকুর রহিমকে ফিরিয়ে দিয়েছেন রশিদ খান।

চট্টগ্রামে বুধবার (৫ জুলাই) টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। ১১২ রান করতেই হারিয়েছে পাঁচ উইকেট। ৭২ রানে তৃতীয় উইকেট হারানোর পর সাকিব ও তাওহীদ হৃদয় মিলে ৩৮ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে ড্রাইভ করতে গিয়ে কভারে ক্যাচ দেন সাকিব। ৩৫ বলে ১৪ রান করেন সাকিব। ব্যাট হাতে খুব এদিন মোটেই স্বস্তিতে ছিলেন না এই অলরাউন্ডার। গোটা ইনিংসে একটাও বাউন্ডারি হাঁকাতে না পারাটা তাই সাক্ষী দিচ্ছে।

সাকিবের বিদায়ের পর টিকতে পারেননি মুশফিকও। পরের ওভারে রশিদ খান এসে তুলে নিয়েছেন মুশফিককে। এই লেগ স্পিনার বলে পুল করতে গিয়ে বল টেনে আনেন মুশি। প্যাডে লেগে বল ভেঙে দেয় স্টাম্প। ১ রান করেই বিদায় নিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন