হোম খেলাধুলা সাকিবের বিকল্প কে, জানালেন ডমিঙ্গো

খেলাধূলা ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েও যেন যাচ্ছেন না সাকিব আল হাসান। করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমে ভাবা হয়েছিল অন্তত প্রথম টেস্ট মিস করছেন সাকিব। তবে দ্রুতই সেরে উঠায় আবারও স্বস্তি ফিরেছে। টাইগার অলরাউন্ডারের খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। এদিকে, শেষ পর্যন্ত সাকিব খেলতে না পারলে বিকল্প কে থাকছে সেটিও ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন শুক্রবার (১৩ মে) সকালেই জানিয়েছেন, করোনা থেকে সেরে উঠা সাকিব, আজই দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

সুজন আরও বলেন, আজ সে (সাকিব) দলের সঙ্গে যোগ দেবে ঠিকই; কিন্তু অনুশীলনে নামবে না। আগামীকাল (শনিবার) অনুশীলনে যোগ দেবে সে। এরপর তার ফিটনেস থাকা সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে প্রথম টেস্টে সে খেলবে কি না।

নির্বাচক হাবিবুল বাশার সুমনও বলেন, সাকিবের কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। এখন মেডিকেল প্রটোকল অনুযায়ী যদি সম্ভব হয়, তাহলে প্রথম টেস্টে খেলবে সে।

এদিকে, টাইগার হেড কোচ এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন, সাকিবের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে। তবে সে যদি খেলতে না-ই পারে, তাহলে তার পরিবর্তে মোসাদ্দেককে সুযোগ দেওয়া হতে পারে।

সাকিবের পরিবর্তে মোসাদ্দেককে নেওয়ার পেছনে বড় কারণ বোলিং। নিয়মিত বোলারদের পাশাপাশি ১০/১৫ ওভারের বেশি বল করতে পারে, এমন কাউকেই খুঁজছিল টিম। সে ক্ষেত্রে বড় ভরসা হতে পারে মোসাদ্দেক।

টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে। ২২ টেস্টে আছে মোটে ১ জয়। সাদা পোশাকে এমন দুর্দশা কাটাতে চায় টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই হোম সিরিজ জয়ে বদ্ধপরিকর মুমিনুল বাহিনী।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ মে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে প্রথম টেস্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আগামী ২৩ মে।

এদিকে করোনা উত্তরকালে সুখবর দিয়েছে বিসিবি। গ্যালারিতে পরিপূর্ণ দর্শক নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই সিরিজ। মিরপুরে বৃহস্পতিবার (১২ মে) সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণার মুহূর্তে এ সুখবর দেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তবে কোভিড প্রটোকল অনুযায়ী এ সিরিজেও মাঠে প্রবেশকালে নিয়ে আসতে হবে ভ্যাকসিন কার্ড।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন