হোম খেলাধুলা সাকিবের টানা দ্বিতীয় ফিফটি, বড় পুঁজি রংপুরের

সাকিবের টানা দ্বিতীয় ফিফটি, বড় পুঁজি রংপুরের

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

শুরুর দিকে রানখরায় ভুগলেও সাকিব আল হাসানের ব্যাটে এখন বইছে রান ফোয়ারা। খুলনা টাইগার্সের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দ্যুতি ছড়িয়ে চলতি বিপিএলে টানা দ্বিতীয় ফিফটি হাঁকিয়েছেন তিনি। ব্যাট হাতে টাইগার অলরাউন্ডারের আধিপত্যের দিনে বড় পুঁজি পেয়েছে রংপুর রাইডার্স।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ ‍উইকেট হারিয়ে রাইডার্সের সংগ্রহ ১৭৯ রান। চট্টগ্রামের পক্ষে ২৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। ২টি করে উইকেট নিয়েছেন সালাউদ্দিন সাকিল ও শহিদুল ইসলাম।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। টপ অর্ডারে রনি তালুকদার ১৯ বলে ২৫ রান করলেও ব্যর্থ হন বাকি দুই ব্যাটার রেজা হেন্ড্রিকস ও ব্রান্ডন কিং। রেজা ১১ বলে ৪ আর ব্রান্ডন ৯ বলে ২ রান করেন। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। দলের হাল ধরেন সাকিব। তবে চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৯ বলে ৫ রান করে তিনি সাকিলের বলে বোল্ড হন।

এদিন গুরু দায়িত্ব পালন করেছেন শেখ মেহেদী হাসান। সাকিবকে সঙ্গ দিয়ে পঞ্চম উইকেটে দলকে এনে দেন ৬৮ রান। ৪ ছক্কায় ১৭ বলে ৩৪ রান করে ক্রস শট খেলতে গিয়ে বিলাল খানের বলে বোল্ড হন মেহেদী। অপরপ্রান্ত আগলে রাখা সাকিব ৩৩ বলে সমান ৩ ছক্কা ও ৩ চারে ফিফটি তুলে নেন। আসরের শুরুতে রানখরায় ভোগা এ ব্যাটার দ্যুতি ছড়িয়েছিলেন আগের ম্যাচেও। খুলনার বিপক্ষে ৩১ বলে করেছিলেন ৬৯ রান। আর এদিন ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রানে থামে তার ইনিংস।

শেষদিকে শামীম হোসেন ৯ বলে ১৭ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন। তাতে টানা ছয় জয়ে উড়তে থাকা রংপুর টানা সপ্তম জয়ের জন্যেও পেয়েছে দারুণ পুঁজি। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা সাকিব-সোহানরা এ ম্যাচ জিতলে একপ্রকার নিশ্চিত হয়ে যাবে প্লে অফ।

অন্যদিকে টানা দুই হারে টেবিলের পাঁচে নেমে যাওয়া চট্টগ্রামকে ঘুরে দাঁড়াতে তুলে নিতে হবে জয়। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১০।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন