খেলাধূলা ডেস্ক :
দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে নেমেছিলেন কাপ্তান সাকিব আল হাসান। তবে শাদাবের ফুললেংথের বলে খেলতে গিয়ে পরাস্ত হন সাকিব। জোড়ালো আবেদনের পর বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লু দেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। যা নিয়ে বিতর্ক চলছে টুইটারজুড়ে। এবার সাকিবের সেই বিতর্কিত আউট নিয়ে টুইট করলেন ভারতের সাবেক ব্যাটসম্যান এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্তে হতবাক সাকিব রিভিউ নিয়েছিলেন সঙ্গে সঙ্গেই। টিভি রিভিউতেও স্পষ্ট দেখা গেছে, সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। অর্থাৎ বল আগে ব্যাটে লেগেছিল। তবে থার্ড আম্পায়ারের নাকি মনে হয়েছে বল ব্যাটে লাগেনি, সরাসরি বুটে লেগেছে। আল্ট্রা এজে যেটা দেখা গেছে সেটা ব্যাট এবং মাটির সংঘর্ষের কারণে। যদিও পরে টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, সাকিবের ব্যাট মাটিতে স্পর্শই করেনি।
আম্পায়ারের এমন সিদ্ধান্তে আকাশ চোপড়া টুইটারে লিখেছেন, ‘সাকিবের ব্যাট একেবারেই মাটি স্পর্শ করেনি। শুধু ব্যাটের ছায়ায় ফোকাস করুন। একটি গজাল ছিল বল ব্যাটে আঘাত করা ছাড়া আর কিছুই হতে পারত না। আম্পায়ারিংয়ের বাজে সিদ্ধান্তের প্রাপ্তিতে বাংলাদেশ।’
এদিকে টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ভারতের ধারাভাষ্যকার হারশা ভোগলে। টুইটারে তিনি লিখেছেন, ‘এটি পাকিস্তানের জন্য একটি ভাগ্যবান উইকেট।’
ভারতের ক্রিড়া সাংবাদিক জয় ভট্টাচার্য টুইটারে লিখেছেন, ‘টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরে, তোমাকে এর জবাবদিহি করতে হবে।’
এদিকে এক টুইটার ব্যবহারকারী শিহাব খান লিখেছেন, ‘এটি নট আউট, নট আউট, নট আউট।’
এর আগে কোহলির ‘ফেক ফিল্ডিং’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। তিনি বলেছিলেন, ‘ওইটা ১০০ ভাগ ফেক ফিল্ডিং ছিল! কোহলি বল হাতে না নিয়েও থ্রো করার ইঙ্গিত দিয়েছিল। মাঠে থাকা দুই আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ার যদি ব্যাপারটা দেখতেন, তাহলে নিশ্চিতভাবেই পেনাল্টি হিসেবে ভারতের ৫ রান কাটা যেত।’