খেলাধুলা ডেস্ক :
আগের ম্যাচের ১ ওভারে ৩০ রান দিয়ে খলনায়ক বনে যাওয়া সাকিব আজ ৪ উইকেট শিকার করে হয়ে গেলেন হিরো। সেই সাথে গড়লেন এক অনন্য কীর্তি। ৪ উইকেট শিকারে যেমন তুলে নিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের শততম উইকেট। তেমনি নিজেকে পৌঁছে দিলেন এক অনন্য উচ্চতায়।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এখন সাকিব (১০২ উইকেট), যা নেই বাংলাদেশের আর কোনো বোলারের।
দ্বিতীয় ওভার করতে এসে জোড়া উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে অ্যাস্টন অ্যাগারকে (২) বোল্ড করে ফিরিয়েছেন সাজঘরে। অজিদের সংগ্রহ ৮ উইকেটে ৫৬ রান।
চলতি ম্যাচে ম্যাথু ওয়েডকে ফিরিয়ে টি-টোয়েন্টির ৯৯তম উইকেট শিকার করেন সাকিব। নিজের তৃতীয় ওভার করতে এসে অ্যাস্টন টার্নারকে ফিরিয়ে পূর্ণ করেছেন ১০০তম উইকেট। টি-টোয়েন্টির ইতিহাসে সাকিব একাই, যার ১ হাজার রান ও ১০০ উইকেট রয়েছে। এই রেকর্ড আর কারও নেই।
সাইফউদ্দিন খেলতে নেমেছেন সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ওভার করতে এসে গুরুত্বপূর্ণ উইকেট অ্যালেক্স ক্যারিকে (৩) বোল্ড করে ফিরিয়েছেন সাজঘরে। ওভারের চতুর্থ বলে আবারও সাইফের আঘাত। মইসিস হ্যানরিক্সকেও ৩ রানে ফিরিয়েছেন সোহানের ক্যাচ বানিয়ে। জিততে হএল অজিদের লাগে ৫৪ বলে ৬৯ রান। হাতে আছে ৪ উইকেট।
মাহমুদউল্লাহ রিয়াদের করা ওভারের চতুর্থ বলে লন-অনে বিশাল এক ছয় হাঁকান বেন ম্যাকডরমট। এরপরের বলেই রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ব্যাটসম্যান। জিততে হএল অজিদের লাগে ৬৬ বলে ৭৪ রান। হাতে আছে ৬ উইকেট।
গোটা সিরিজেই ব্যাটে রান নেই অজি অধিনায়ক ম্যাথু ওয়েডের। আজ রান পেলেও সেটি ২২ বলে ২২ রান। দলের বিপাকে সাকিবের বলে বোল্ড হয়ে দলকে আরও বিপদে ফেলে ফিরলেন সাজঘরে।
অজিদের বিপক্ষে চলতি সিরিজে নিজেকে চেনাচ্ছেন নাসুম আহমেদ। আজও তার মাধ্যমে দুর্দান্ত সূচনা। ইনিংসের দ্বিতীয় ওভারে ড্যান ক্রিস্টিয়ানকে ৩ রানে বোল্ড করার পর চতুর্থ ওভারে মিচেল মার্শকে (৪) এলবিডব্লু করে ফিরিয়েছেন সাজঘরে।
