খেলাধূলা ডেস্ক :
এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে নেই কোনো লেগ স্পিনার। অথচ গ্রুপ পর্বে টাইগারদের দুই প্রতিপক্ষেরই আছে স্পেশালিস্ট লেগ স্পিনার। যা বিপদে ফেলতে পারে টাইগারদের। ফলে শেষমেশ টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। দলের সঙ্গী হিসেবে তাই দুবাইয়ে পাঠানো হচ্ছে বিসিবির রাডারে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
বুধবার (২৪ আগস্ট) দুবাইয়ের উদ্দেশে বিমান ধরবেন ২০ বছর বয়সী এ বোলার। রিশাদকে অবশ্য জাতীয় দলে অন্তর্ভুক্তির জন্য পাঠানো হচ্ছে না। তাকে পাঠানো হচ্ছে সাকিব-আফিফদের নেট বোলার হিসেবে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
এশিয়া কাপের লড়াইয়ে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে আর ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে এই দুই প্রতিপক্ষকে প্রতিহত করতে পারলেই টাইগারদের মিলবে সুপার ফোরের টিকিট। তবে এই দুই প্রতিপক্ষের বিপক্ষে সাকিব বাহিনীর বড় দুশ্চিন্তা লেগ স্পিন নিয়ে। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের বিপক্ষে বরাবরই দুর্বল টাইগাররা। নতুন করে চোখ রাঙাচ্ছেন লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও।
এই দুই বোলারকে প্রতিহত করতে এবার তাই নেটেই লেগ স্পিনারের বিপক্ষে প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। কিন্তু এ সময়ে দুবাইয়ে নেই যথেষ্ট নেট বোলার। তাই সাকিবদের চাওয়াতে বাংলাদেশ থেকেই উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে রিশাদ হোসেনকে।
সাকিবদের প্রস্তুতিতে রিশাদ কতটা পরিপূর্ণতা দিতে পারবেন সেটা দেখা যাবে মাঠের লড়াইয়ে। বিসিবির রাডারে থাকলেও এখন পর্যন্ত লাল সবুজ জার্সিতে অভিষেক হয়নি এ তরুণ তুর্কির।
এদিকে এশিয়া কাপে অংশ নিতে একদিন আগেই দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে পৌঁছেই টিম হোটেলের জিমনেসিয়ামে শরীর গরম করতে দেখা যায় সাব্বির-এবাদত-মাহমুদউল্লাহদের।
