খেলাধূলা ডেস্ক :
সাকিব আল হাসান যে বিশ্বসেরা ক্রিকেটার সে বিষয়ে হয়তো কেউই দ্বিমত পোষণ করবেন না। আফগান স্পিনার মুজিব উর রহমান তো মনেই করেন, সাকিব লিজেন্ড খেলোয়াড়। তবে সেরার মানদণ্ডটা যখন স্পিন হয় তখনও কি সাকিব বিশ্বসেরা থাকবেন?
সাকিব ও মুজিব বিপিএলে একই দল ফরচুন বরিশালের হয়ে খেলছেন। তাদের বোঝাপড়াটাও দারুণ, দুজনেই আবার স্পিনার। সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে আফগান স্পিনার ও বাংলাদেশের স্পিনারদের কথা।
মুজিবের কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ এবং আফগানিস্তানের স্পিনারদের মধ্যে পার্থক্য কী? মুজিবের জবাব, ‘বাংলাদেশের স্পিনাররাও বেশ ভালো। যেমন সাকিব, মেহদি হাসানরা বেশ ভাল স্পিনার।’
আফগানিস্তানে পেসারদের তুলনায় স্পিনারদের দাপটেই বেশি। লেগ স্পিনার থেকে শুরু করে রহস্য স্পিনারেও কমতি নেই তাদের। মুজিবসহ তাদের দলে আছেন রশিদ খানদের মতো তারকারা। মুজিবও সেটাই করেন, বাংলাদেশের তুলনায় তারা স্পিনে কিছুটা হলেও ভালো। এ সম্পর্কে তার ভাষ্য, ‘আমরা লেগি আর আমাদের কাছে রহস্যময় স্পিনারও আছে।’
এরপর সাকিবের বিষয়ে প্রশ্ন করা হয় মুজিব উর রহমানকে। জবাবে তিনি বলেন, ‘সাকিব তো লিজেন্ড।’
বিপিএলে এবার দুর্দান্ত খেলছে বরিশাল। ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। এর মধ্যে চার ম্যাচেই জিতেছে সাকিব বাহিনী। টেবিলের দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬।