খেলাধুলা ডেস্ক :
সম্প্রতি দারুণ ফর্মে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট-বল হাতে ছিলেন ধারাবাহিক ছন্দে। জিতেছেন সিরিজসেরার পুরস্কারও। সফরকারী অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছে টাইগাররা। পুরো সিরিজে দাপটের সঙ্গে খেলেছেন সাকিব। ম্যাচ জয়ে রেখেছেন দারুণ ভূমিকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে জয় পায় মাহমুদউল্লাহবাহিনী। অস্ট্রেলিয়াকে সবচেয়ে কম রানের লজ্জায় আটকে ফেলা সিরিজ জুড়ে বাংলাদেশ গড়ে একগাদা রেকর্ড। আর এই জয়ের পর ক্রিকেট বিশ্বে বেশ সাড়া ফেরে দেয় টাইগাররা। অভিনন্দন বার্তা দেন বিশ্ব ক্রিকেটের অনেক তারকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবের পারফরমেন্সেরও তারিফ করেন অনেক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সও সাকিবের প্রশংসায় পঞ্চমুখ। সিরিজ জয়ের কয়েক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর সাকিবের আলরাউন্ডিং পারফরমেন্স সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন তিনি। তবে প্রশংসা করলেও খোঁচা মারতে দ্বিধা করেননি ডু প্লেসি।
এক টুইট বার্তায়, ডু প্লেসি লিখেছেন, ‘হ্যালো সাকিব! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় অভিনন্দন। এমন মুহূর্ত সবসময় দারুণ! সিরিজ সেরা হওয়ায় শুভেচ্ছা। আশা করি সাকিব আর রেগে নেই!’
অবশ্য এই খোঁচার জবাবও দিয়েছেন সাকিব। বন্ধুর কাছ থেকে বার্তা পেয়ে সাকিব ফিরতি টুইটে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ফাফ, হ্যাঁ, তুমি ঠিক। আমি দারুণ খুশি। মাঠ ও মাঠের বাইরে আমি এখন স্বস্তিতে আছি।’
ডিপিএলের আম্পায়ারিংসহ নানা ইস্যুতে সাম্প্রতিক সময়ে সাকিবকে বেশ উত্তেজিত মেজাজে দেখা গেছে একাধিকবার। ডু প্লেসি হয়তো সাকিবের সেই রাগান্বিত হওয়ার ঘটনার বিষয়ের কথাই বলেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বর্তমানে দলের সঙ্গে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে অবস্থান করছেন সাকিব। এদিকে দক্ষিণ আফ্রিকায় বিশ্রামে রয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাথায় আঘাত পাওয়া ডু প্লেসিস।