হোম খেলাধুলা সাকিবকে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে: সাঈদ আজমল

সাকিবকে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে: সাঈদ আজমল

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
২০১৪ সালে বোলিং অ্যাকশনে সমস্যা হওয়ায় আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তানি তারকা সাঈদ আজমলের ওপরে। এরপরে অ্যাকশন ঠিক করে তিনি মাঠের খেলায় ফিরলেও বলে সেই ধার ধরে রাখতে পারেননি। তাতে ছাড়তে হয়েছিল মাঠের খেলা। এখন কোচ হিসেবে কাজ করেন সাঈদ। একাদশ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে এসেছেন তিনি। গতকাল সিলেটে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন পাকিস্তানের এই তারকা। যেখানে সাকিবের বোলিং নিষেধাজ্ঞাকে অন্যায় হিসেবে দেখছেন তিনি।

সাঈদ আজমল বলেছেন, ‘তিনি যে বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন, সেটি থেকে বের হয়ে আসা খুবই সহজ। ১৭ বছর ধরে ক্রিকেট খেলছেন, চাট্টিখানি কথা নয়। মাত্র ১৫ দিনের চেষ্টায় তিনি এটা থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু সাকিবকে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৭ বছর ক্রিকেট খেলার পরে ইংলিশ ক্রিকেট তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে। কারও প্রশ্ন তোলার থাকলে শুরুতেই তোলা উচিত। এত বছরের পরীক্ষিত একজন খেলোয়াড়কে এভাবে নিষেধাজ্ঞা দেওয়া অন্যায়।’

তিনি বলেছেন, ‘সাকিবের জন্য এটা মামুলি ব্যাপার। ৭০০-৮০০-এর বেশি উইকেট তিনি শিকার করেছেন। তার বোলিং অ্যাকশন নিয়ে চিন্তার কিছু নেই। যে সমস্যা ধরা পড়েছে এটা থেকে খুব ভালোভাবেই সাকিব বের হয়ে আসতে পারবেন।’

এ দিকে চলতি বিপিএলে চিটাগং কিংস দলে ভিড়িয়েছিল সাকিবকে। তবে দেশের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। সরকার পরিবর্তনের পরে তার দেশে ফেরার সিদ্ধান্তও ঝুলে আছে। এই বিষয়ে সাঈদ আজমল বলেছেন, ‘সাকিব আল হাসান অনেক ভালো ও বড় খেলোয়াড়। তিনি বাংলাদেশের সুপারস্টার। কিন্তু আমি জানি না কেন তিনি খেলতে পারছেন না। এর পেছনে কী কারণ রয়েছে তা আমার জানা নেই। খেলার মধ্যে রাজনীতির প্রসঙ্গ না টানাই ভালো। সাকিবের মতো তারকা খেলার মধ্যেই থাকা উচিত। তিনি নিজেকে বিশ্বের সেরার পর্যায়ে নিয়ে গেছেন।’

সাকিবের পাশাপাশি সাঈদ কথা বলেছেন চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও। বৈশ্বিক এই টুর্নামেন্ট বসবে পাকিস্তানের মাটিতে। কিন্তু সেখানে গিয়ে ভারত খেলবে না, রাখা হয়েছে নিরপেক্ষ ভেন্যু। সেটিকে নাম দেওয়া হয়েছে হাইব্রিড মডেল। এখন থেকে ভারত কিংবা পাকিস্তানে ক্রিকেটের যে টুর্নামেন্টই আয়োজন করা হোক, সেখানে এই দুদল গিয়ে খেলবে না। তারা ঐ টুর্নামেন্টের ম্যাচ খেলবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। ভারত-পাকিস্তানের এই দ্বন্দ্ব নিয়ে আফসোস করেন সাঈদ। তার মতে ক্রিকেটে রাজনীতি আনা ঠিক হয়নি। এতে দুই দেশের দর্শকরা বঞ্চিত হবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন