স্টাফ রিপোর্টার:
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডাদেশ প্রাপ্ত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু শোকে কাতর হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়া আশিকুর রহমানকে দেবহাটা উপজেলা যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদাউস আলফা’র ছেলে।
অর্থ আর ক্ষমতা বলে দেবহাটা উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে অধিষ্ঠিত আশিকুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিনের বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা।
শনিবার (১৯ আগষ্ট) দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আশিকুর রহমানকে যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িক বাহিষ্কারাদেশ দেয়া হয়। একইসাথে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়।
এর আগে গত ১৪ আগষ্ট আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু শোকে কাতর হয়ে নিজের ফেসবুক প্রোফাইলে একাধিক স্ট্যাটাস দেন আশিকুর রহমান। বিষয়টি যুবলীগের শীর্ষস্থানীয় নের্তৃবৃন্দের নজরে এলে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্তের অভিযোগ তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।