হোম ফিচার সাঈদীকে নিয়ে স্ট্যাটাস, ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

রাজনীতি ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে পোস্ট দেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলার ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, ৯ নম্বর সেনগাঁও ইউনিয়ন শাখার ধর্মবিষয়ক সম্পাদক ইউসুফ আলী এবং পৌর শাখার ১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জসিমউদ্দিন।

পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান গণমাধ্যমকে বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ওই তিনজন ফেসবুকে পোস্ট করেছিলেন, যা সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী। প্রাথমিকভাবে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু যথাসময়ে জবাব না পাওয়ায় তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন