হোম বিনোদন সাইফের আক্রমণকারী এখনও অধরা!

সাইফের আক্রমণকারী এখনও অধরা!

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

বিনোদন ডেস্ক:
শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিলো, মুম্বাই রেল স্টেশন থেকে আটক করা হয়েছে সাইফ আলি খানের আক্রমণকারীকে! যার সঙ্গে মিল রয়েছে সিসিটিভি ফুটেজে পাওয়া ব্যক্তির চেহারা। কিন্তু শনিবার নাগাদ মুম্বাই পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি, আটক হওয়া ব্যক্তিই প্রকৃত আক্রমণকারী কিনা! এমনকি এখনও সন্ধান চলছে বলেও জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমস।

তবে এরই মধ্যে কেটে গেছে ৪৮ ঘণ্টার বেশি সময়। মুম্বাই পুলিশের ৩০টিরও বেশি দল মোতায়েন করা হয়েছে। জানা গেছে, আক্রমণকারী এখনও পলাতক।অনেকেই এই আক্রমণের সাথে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ভারতের মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (নগর) যোগেশ কদম সাইফ আলি খানের ওপর হামলার সাথে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্রের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

বলা প্রয়োজন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ২টায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফের বাড়িতে প্রবেশ করে এবং তাকে ছুরিকাঘাত করে। আঘাতের পর তাকে দ্রুত একটি অটোরিকশায় করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। সুস্থ হয়ে উঠছেন খান সাহেব। ২-৩ দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার সিসিটিভি ফুটেজে মুখ দেখে আক্রমণকারী সন্দেহে একজনকে আটক করে মুম্বাই পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানা যায়। তবে পুলিশের পক্ষ থেকে এখনও প্রকৃত আক্রমণকারীর সন্ধান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন