হোম অন্যান্যসারাদেশ সাইফুজ্জামান শিখর এমপি’র নামে ভুয়া ফেসবুক আইডি, মামলা করলেন জেলা যুবলীগ আহবায়ক

সাইফুজ্জামান শিখর এমপি’র নামে ভুয়া ফেসবুক আইডি, মামলা করলেন জেলা যুবলীগ আহবায়ক

কর্তৃক
০ মন্তব্য 112 ভিউজ

মাগুরা অফিস:

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের নামে খোলা ভুয়া ফেসবুক আইডি’র মাধ্যমে আর্থিক সহযোগিতা চাওয়ার অভিযোগে মাগুরায় মামলা করেছেন জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান। একই ধরণের অভিযোগে পৃথক আরেকটি মামলা করেছেন সোহেল রানা নামে আরেক ব্যক্তি।
জেলা যুবলীগ আহবায়ক ,ফজলুর রহমানের অভিযোগ , করোনা পরিস্থিতিতে জেলা যুবলীগের পক্ষ থেকে একটি হট লাইন সার্ভিস চালু করেছেন তারা। যার মাধ্যমে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের অর্থায়নে গত তিন মাসে প্রায় ৩ হাজার পরিবারে খাবার ও বিভিন্ন স্বাস্থ্য উপকরণ পৌছে দিয়েছেন তারা।
সম্প্রতি তাদেরহ হট লাইন সার্ভিসকে বির্তকিত করতে সাইফুজ্জামান শিখর এমপির নামে ফেক আইডি খুলে একটি দুবৃর্ত্ত গ্রুপ হট লাইন সার্ভিসে আর্থিক সহায়তা দেয়ার জন্য এমপির পক্ষ থেকে আহবান জানিয়েছে। যেখানে ডাচ বাংলা ব্যাংক এর একটি হিসাব নাম্বার, বিকাশ ও রকেট নম্বর দেয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে ফজলুর রহমান ওই ফেসবুক আইডি’র নম্বর উল্লেখ করে শনিবার মাগুরা সদর থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন। একই ধরণের অভিযোগে এমপি’র নামে ৭টি ভুয়া আইডি উল্লেখ করে আইনগত প্রতিকার চেয়ে আজ পৃথক মামলা দায়ের করেছে শহরের পিটিআই পাড়ার বাসিন্দা এমপি সাইফুজ্জামানের আইটি বিশেষজ্ঞ সোহেল রানা।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, এ ব্যাপারে দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে খুব দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন