নিউজ ডেস্ক:
জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শওকত মাহমুদ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যানও।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর মালিবাগের বাসা থেকে ডিবির একটি টিম তাকে আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। বিকালে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটি টিম।
তিনি বলেন, তবে তাকে কোনও মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা, এ সম্পর্কে আমার কাছে কোনও তথ্য নেই।
